Wednesday 7 October 2015

নিজস্ব উদ্ভাবন নিয়ে আতঙ্কিত ছিলেন স্টিভ জবস

অ্যাপল কোম্পানির কর্ণধার স্টিভ জবস। এছাড়াও তাঁর আরও একটি পরিচয় নিজ প্রজন্মের সেরা উদ্ভাবক হিসেবে । প্রযুক্তির বাজারে বর্তমানের সেরা পণ্যগুলো তাঁরই উদ্ভাবিত । কিন্তু একটি প্রতিবেদনে তাঁর উদ্ভাবিত পণ্য নিয়ে তাঁর শঙ্কার কথা প্রকাশ করা হয়েছে । জীবদ্দশায় সবসময় তিনি চিন্তা করতেন তাঁর উদ্ভাবিত পণ্য খুব তাড়াতাড়ি পুরানো হয়ে যাবে এবং মানুষ সেগুলো ভুলে যাবে । গত সপ্তাহে তাঁর একটি অপ্রকাশিত সাক্ষাৎকার ইউটিউবে পোস্ট করা হয় । এটি ১৯৯৪ সালে তাঁর ৩৯ বছর বয়সে দেয়া । যেখানে তিনি বলেন, তাঁর বয়স যখন ৫০ বছর হয়ে যাবে তখন তাঁর সব কাজ পুরানো হয়ে যাবে । উল্লেখ্য, ২০১১ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আইপড, আইফোন ও আইপ্যাড এর মটও জনপ্রিয় সব যন্ত্র উদ্ভাবন করেছেন । তাঁর মতে, “ প্রযুক্তির বাজার এমন কোনও ক্ষেত্র নয় যেখানে কোন শিল্পী একটি চিত্র অঙ্কন করলে টা মানুষ হাজার বছর ধরে দেখবে এবং তাঁর প্রশংসা করবে । এটি এমন একটি ক্ষেত্র যেখানে সবাই তাঁর নিজের কাজটুকু করে এবং বছর দশকের মধ্যে তা হারিয়ে যায় কিংবা ১০ বা ২০ বছর পর তা আর ব্যবহার করা যায় না । প্রত্যেকের অবদানের মাধ্যমে এমন এক পাহাড়ের সৃষ্টি হয় যেখানে নিখুঁত ভাবে কেউ পর্যবেক্ষণ না করলে কার অবদান আলাদা করে চোখে পরবে না । ”এ সাক্ষাতকারটি পোস্ট করেছেন এভার স্টিভ জবস নামের একজন ব্যবহারকারি । এটি ‘স্টিভ জবস ভিশনারি এনটারপ্রেনারের’ শিরোনামের তথ্য চিত্রের খণ্ডাংশ । ১৯৯৪ সালের সাক্ষাৎকারের প্রেক্ষিতে এটি নির্মাণ করা হয়েছে ।